শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, বিএনপির ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির ও সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার স্বাক্ষরিত পত্রে তাদেরকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা ও সহ-সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ।

বহিষ্কার পত্রে বলা হয়, ওই দুজনের নেতৃত্বে নয়নপুর বাজারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। ফলে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের শামিল।

এর আগে সোমবার নয়নপুর এলাকার রিদিশা নিটেক্স কারখানার সামনে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker