দেশের অর্থনীতিসহ অনেক কিছু রক্ষায় নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা এসে পড়েছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎসহ অনেক কিছু রক্ষা করতে হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে এখন যে বিতর্ক, সেটি অনাকাঙ্ক্ষিত। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। ফেয়ারনেসকে উপলক্ষ করে রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে, এটি কাঙ্ক্ষিত ছিল না।

সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা চোখে দেখা যায় না-মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণকে বলতে হবে নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। সাধারণভাবে জনগণ যদি এটি বলে থাকেন, তাহলে সেটি হবে গ্রহণযোগ্য নির্বাচন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker