গাজীপুরে শিশু-কিশোর একাডেমির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সাইফুল ইসলাম : গাজীপুরে শিশু-কিশোর একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর বাংলাবাজার এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।
এতে শিশু-কিশোর একাডেমির পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছবদের হাসান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকনুজ্জামান সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন বেপারী, সাবেক মেম্বার সাইজুদ্দিন মন্ডল, তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সদস্য ফরহাদ হোসেন বাদল ও সিরাজুল ইসলাম মাস্টার।
বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের সুন্দর জীবন গঠনে নানা উপদেশমূলক কথা বলেন।