সচিবালয়ে অগ্নিকাণ্ড : পুড়েছে ৬-৯ তলা, তদন্ত কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে গেছে।
এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে।
বৃহস্পতিবার সকালে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।
দুপুরে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয় পরিদর্শন করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
ফায়ার সার্ভিস জানায়, তারা বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেন। মোট ১৯টি ইউনিট টানা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির ৬ তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ৭ তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ৮ তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং ৯ তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একাংশ।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে গঠিত সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।