স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাংলাদেশের প্রশংসা করলেন ট্রাম্প

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বুধবার পাঠানো এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এ কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতাবার্ষিকী এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, রক্তক্ষয়ী ও বিধ্বংসী স্বাধীনতাযুদ্ধের পর বিগত ৪৯ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতির সাথে এগিয়ে চলছে এবং কৃষি ও শিল্প খাতে প্রবৃদ্ধি অর্জন করছে।

ট্রাম্প আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়নের এই ধারায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের উভয় দেশের অর্থনীতি দুই দেশের জনগণের সমৃদ্ধিতে অবদান রাখায় আমি গর্বিত।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker