কাপাসিয়ায় দুর্নীতিবিরোধী আন্তঃস্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাপাসিয়া প্রতিনিধি : দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় বিতর্ক, চিত্রাংকন ও রচনা প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে রচনা প্রতিযোগিতায় ৫৭ জন, চিত্রাংকন প্রতিযোগিতায় ৪৭ জন ও বিতর্ক প্রতিযোগিতায় ২৪ জন অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়েছে।