গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার ধলিপাড়া এলাকার সাহেব বাড়ি রিসোর্টে রবিবার এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, উপদেষ্টা আলমগীর খান, পরিবেশকর্মী সাঈদ চৌধুরী, শিক্ষক মিঠুন সিদ্দিকী, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিপন্ন মানুষ ও দেশের জন্য তফাজ্জল হোসেন মানিক মিয়া, মোনাজাত উদ্দিন ও মিনার মাহমুদের মতো লড়াই জারি রাখবে গাজীপুর সাংবাদিক পরিষদ। অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য উদঘাটনে হামলা হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।