গাজীপুরের ভবানীপুর থেকে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে তিন হাজার ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর উপজেলার ভবানীপুর ফরিদ মার্কেট এলাকা থেকে শুক্রবার রাত তিনটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ভবানীপুর এলাকার আবদুল লতিফের ছেলে আতাউল্লাহ (২৬), আবদুস সাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) ও ভৌড়াঘাটা এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান (২১)।
জয়দেবপুর থানার এসআই খালেকুজ্জামান ঘটনার আড়ালে-কে বলেন, ওই তিনজন লতিফের বাড়িতে বসে ইয়াবা বেচাকেনা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Back to top button