গাজীপুরের গজারিয়াপাড়ায় অপরাধ প্রতিরোধে আলোচনা সভা
সাইফুল ইসলাম : গাজীপুরের গজারিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আশার আলো বিদ্যানিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কফিল উদ্দিন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা রনি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লিটন, সাবেক ইউপি মেম্বার আবদুর রহমান, মহিউদ্দিন মহি, শিক্ষক আবদুল মতিন, বিল্লাল হোসেন, ফজলুল হক পলান, সাত্তার মন্ডল, সানাউল্লাহ নীরব প্রমুখ।
বক্তারা জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে ছিনতাই, ডাকাতি, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।