‘রোহিঙ্গা গণহত্যা’ বন্ধে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

ডেস্ক নিউজ : রাখাইনে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার গাম্বিয়ার দায়ের করা মামলার রায়ে আদালত অর্ন্তবর্তীকালীন চারটি নির্দেশনা দেন।

১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষায় মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। সেনাবাহিনী কিংবা অন্য যে কোন নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উসকানি না দেয়, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সেসব তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।

৪. রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমার কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের সর্বোচ্চ আদালত গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।

গত ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ তাণ্ডবে ১০ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে গত বছরের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker