মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশ সীমান্তে

ডেস্ক নিউজ : মিয়ানমার থেকে শত শত মুসলিম রোহিঙ্গা সপ্তাহ খানেক ধরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় পাওয়ার চেষ্টা করছে তারা।

দমন-পীড়নের কারণেই তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ৮৬ জনের প্রাণহানি হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৩০ হাজার মানুষ।

২০১২ সালে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের তান্ডবে প্রায় ২০০ রোহিঙ্গা হত্যার শিকার হয়। ঘর ছাড়তে বাধ্য হয় লক্ষাধিক মানুষ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker