আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১০০০

ডেস্ক নিউজ : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এক হাজার মানুষ নিহত ও দেড় হাজারের বেশি আহত হয়েছে।

দেশটির পাকতিকা প্রদেশে মঙ্গলবার গভীর রাতে রিখটার স্কেলে ৬.১ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক ভূমিধস ও বাড়িঘর বিধ্বস্ত হয়।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবী বিবিসিকে বলেন, পাহাড়ি এলাকাগুলো থেকে বিস্তারিত তথ্য পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসি জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের রাজধানী থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি হয়। জায়গাটি পাকিস্তান সীমান্তের কাছে।

ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ভূমিকম্পে আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারের বেশি এলাকা কেঁপে ওঠে।

এর আগে ২০০২ সালের ২৫ মার্চ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker