হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন : বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু দৈনিক মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কিন্তু তার কাছে কোন দালিলিক প্রমাণ নেই।

রাষ্ট্রপতি বলেন, সেনা প্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন, তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি না? একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন।

এ প্রসঙ্গে সোমবার বিকেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং উনার শপথ লঙ্ঘনের শামিল।

তিনি বলেন, রাষ্ট্রপতি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।

আসিফ নজরুল আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা আছে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

Back to top button