গাজীপুরের বাঙ্গালগাছে ২ ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহিষকুড়া এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (২৫)।

নিহতদের পরিবার জানায়, শফিকুল বাঙ্গালগাছ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে বলাকা পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন ও শুক্কুর আলী অটোরিকশা চালাতেন। বিকেলে তারা বরশি দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যায় বাসায় ফেরার পথে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়।

শফিকুলের স্ত্রী সুমাইয়া জানান, তার স্বামীর সঙ্গে কাঠ ব্যবসায়ী হিমেল ও হিমেলের ভাই সুমনের লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। কয়েক দিন আগে মারামারিও হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Back to top button