ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অবশেষে যুদ্ধবিরতি

ডেস্ক নিউজ : ১১ দিনের রক্তপাত শেষে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

প্রতিবেশী দেশ মিসরের মধ্যস্থতায় স্থানীয় সময় শুক্রবার রাত দুইটায় যুদ্ধবিরতি কার্যকর হয় বলে বিবিসির খবরে বলা হয়।

ইসরায়েলের বর্বরোচিত হামলায় এবার অন্তত ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৭০০ জন।

ইসরায়েল বলছে, গাজা থেকে প্রায় চার হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৩৩০ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় দেশ নিজেদের বিজয় দাবি করেছে। ফিলিস্তিনিরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাগত জানিয়ে বলেছেন, অগ্রগতির ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রকৃত সুযোগ এনেছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker