ইউক্রেনকে ৯০টি ‘স্ট্রেকার সাঁজোয়া যান’ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ : ইউক্রেনকে নতুন করে ২৫০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তহবিলের আওতায় ৯০টি স্ট্রেকার সাঁজোয়া যান ও ৫৯টি ব্র্যাডলি যুদ্ধযান দেওয়া হবে।

জার্মানিতে পশ্চিমা মিত্রদের বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার এ ঘোষণা দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়া বিষয়ে বিশ্বকে এক করেছে যুক্তরাষ্ট্র। এ জন্য ৫০টির বেশি দেশকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, রাশিয়া একাই চলমান যুদ্ধ বন্ধ করে দিতে পারে। এমনটা না হওয়া পর্যন্ত আমরা ইউক্রেনের পাশে থাকব।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker