শ্রীপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে পৌর এলাকার চৌকিদার ভিটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদরের দিকজান গ্রামের সোনা মিয়ার ছেলে মোখলেস (২৮) ও ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মধ্য জায়গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুম (২৪)।

এলাকাবাসী জানান, প্রবাসী আবু সাঈদের নির্মাণাধীন ভবনে প্রায় তিন মাস আগে নির্মিত সেপটিক ট্যাংকের বাঁশ ও কাঠ খুলতে নেমে ওই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

আরও খবর

Back to top button