‘প্রতিবাদী’ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

রাজধানীর খিলগাঁও থানায় গত বৃহস্পতিবার এ মামলা করা হয়েছে বলে রবিবার জানাজানি হয়।

মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আসামি ১৮০ জন। জেড আই খান পান্না ৯৪ নম্বর আসামি।

মামলায় বলা হয়, গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে বাদী মো. বাকেরের ছেলে আহাদুল ইসলাম অংশগ্রহণ করেন। এ সময় আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। তখন আহাদুল বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, মামলাটি কোন না কোন প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে। অথচ তিনি কোটা আন্দোলনকারীদের পক্ষে সক্রিয় ছিলেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তিনি অব্যাহতি পাবেন।

উল্লেখ্য, প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না সাম্প্রতিক সময়ে ড. ইউনূস সরকারের কিছু সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। সংবিধান নতুন করে লেখা প্রসঙ্গে তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত হয়েছে, তার ঘোষণাপত্র পাল্টানো যাবে না। যদি করে, তাহলে যুদ্ধ না, মহাযুদ্ধ হবে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker