সীমান্তে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা হবে
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত নিরাপত্তায় বিজিবির কাছে সব সময় প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনায় অনেকে প্রশ্ন করেছেন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি।
তিনি বলেন, এগুলো তো বিজিবির কাছে নেই। আমরা এখন বিজিবিকে অনুমতি দিয়েছি। প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের মতো যেসব জিনিস প্রয়োজন, সেগুলো তাদের জন্য কেনা হবে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা বিষয়গুলো মনিটরিং করছি, যাতে সীমান্ত এলাকায় কোন ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে।