গাজীপুরে কালো টাকা সাদা করলেন জাহাঙ্গীর!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের সম্পদ সবচেয়ে বেশি।

২০১৩ সালের সিটি নির্বাচনেও তার বার্ষিক আয় ছিল সর্বোচ্চ। যার পরিমাণ এক কোটি ১৮ লাখ পাঁচ হাজার ৯৫০ টাকা।

এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্রের সাথে দেওয়া হলফনামায় জাহাঙ্গীর আলম বার্ষিক আয় দেখিয়েছেন দুই কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকা।

হলফনামা ঘেঁটে দেখা যায়, তিনি চলতি অর্থবছরে সাত কোটি নয় লাখ ৪৫ হাজার ৪৮৭ টাকার সম্পদের বিপরীতে কর দিয়েছেন ৭৮ লাখ দুই হাজার ২৫৯ টাকা।

আয়ের উৎস হিসেবে দুটি পোশাক কারখানার ব্যবসার পাশাপাশি রয়েছে কৃষি খাত, ব্যাংকের সঞ্চয়পত্র ও বাড়ি ভাড়া।

এর মধ্যে অপ্রদর্শিত এক কোটি ১৬ লাখ ৩৮ হাজার কালো টাকা সাদা করেছেন তিনি।

রাজস্ব আইনের ১৯-ই ধারা অনুযায়ী, জাহাঙ্গীর আলম কালো টাকা সাদা করতে গিয়ে ১০ শতাংশ হারে জরিমানা দিয়েছেন ১১ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।

জেলার সবচেয়ে খরুচে নেতার এ ধরনের অনিয়মের তথ্যে পর্যবেক্ষক মহল বিস্ময় প্রকাশ করেছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker