সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে দুই টাকা কমানো হয়েছে এবং পাম তেলের দাম সর্বোচ্চ ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব তথ্য জানান।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬৩ টাকা থেকে বেড়ে ১৬৭ টাকা দাঁড়াল। আর পাঁচ লিটারের দাম দাঁড়াল ৮১৮ টাকা। খোলা তেলের দাম ১৪৯ টাকা থেকে কমে হয়েছে ১৪৭ টাকা।

এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আরও খবর

Back to top button