গাজীপুরের বাংলাবাজারে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মাদক ব্যবসা ও ভূমিদস্যুতার অভিযোগে রাহেলা এবং তার দুই মেয়ের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।
নগরীর ২২ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার এ মানববন্ধন হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাহেলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। তিনি সাধারণ মানুষের জমিও দখল করেছেন। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এসব অপরাধ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। নয়তো এলাকাবাসী ফুঁসে উঠবে।