গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে স্বামী ও স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

নগরীর কাশিমপুর থানার বাগবাড়ী এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাড়ির মালিক শামসুল হক (৬৫), তার স্ত্রী রাজিয়া বেগম (৪৯), চুলার মিস্ত্রি তানজিল (২৩) ও রাব্বি (২২)।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ সারাতে মিস্ত্রি তানজিল ও রাব্বি ওই বাড়িতে গিয়ে কাজ শুরু করলে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দুই মিস্ত্রিসহ তাদের পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক ও তার স্ত্রী দগ্ধ হন। পরে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান জানান, তানজিলের শরীরের ২০ শতাংশ ও রাব্বির শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আর শামসুল দম্পতির পুড়েছে ৪-৫ শতাংশ।

আরও খবর

Back to top button