কিছু গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায়, সেভাবে নিয়ে আসার।

তিনি বলেন, সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত ‘দ্বিকক্ষ পার্লামেন্ট : উচ্চকক্ষের গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক। যে কোন সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

সভায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোন লাভ হবে না। যারা হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।

আরও খবর

Back to top button