শরিকদের ৭টি আসন দেওয়া হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলের কাউকে কাউকে নৌকা মার্কা দেওয়া হবে। সাতটা নির্বাচনী এলাকায় আমরা নৌকা ছাড় দিতে পারব।

তিনি বলেন, ১৪ দলের শরিকদের আরও দল আছে। ১৪ দল তো এক দল আর দুই দল না। তাদের তো বোঝাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, শরিক দলের যত নেতা আছেন, তাদের সবার এবার নির্বাচন করার সুযোগ আছে। তারা যার যার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের দলীয় প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করবেন না। প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা জোর করে কারও বিজয় ছিনিয়ে আনব না।

আরও খবর

Back to top button