মাথার অর্ধেক খুলি নিয়ে সুস্থ কেনি
ডেস্ক নিউজ : যুক্তরাজ্যে স্ট্রোকের পর চিকিৎসকদের পরামর্শে মাথার খুলির অর্ধেক ফেলে দেওয়ার পরও সুস্থ আছেন কেনি নামে এক ব্যক্তি।
মেট্রোর খবরে বলা হয়, কেনি ২০১৪ সালে স্ট্রোক করেন। পরে চিকিৎসকরা জীবন বাঁচাতে তার মাথার অর্ধেক অংশ কেটে ফেলেন। একটি পাত লাগিয়ে সার্জারি করে মস্তিষ্কের বাকি অংশ রক্ষা করা হয়।
কেনি বলেন, কেউ যদি আমাকে কী হয়েছিল জিজ্ঞেস করে আমি বলতে পারি না। আমাকে চিকিৎসকের সাথে দেখা করার দিন-তারিখও লিখে রাখতে হয়।