গাজীপুরে গজারি বনের ভেতরে মিলল অটোচালকের লাশ
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে গজারি বনের ভেতর থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকার বন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত আবদুল কাদির বেপারীর ছেলে।
এলাকাবাসী জানান, রাসেলের বাবা দুই বছর আগে মারা গেছেন। তারা দুই ভাই হোতাপাড়া ও রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিম উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।