শ্রীপুরে চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান খোকন গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফরচুন গ্রুপের একটি চাঁদাবাজি ও অপহরণের মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম খোকন (৫০) সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির সক্রিয় সমর্থক।

বৃহস্পতিবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ফরচুন গ্রুপ কারখানার নির্মাণ কাজ শুরু করলে ইউপি চেয়ারম্যান খোকনসহ কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এক কর্মচারীকে অপহরণ করা হয়।

পরে কারখানার কেয়ারটেকার জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়।

এদিকে চেয়ারম্যান খোকনকে গ্রেফতারের প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

তারা বলছেন, চেয়ারম্যান খোকনের বিরুদ্ধে ফরচুন গ্রুপের মামলাটি মিথ্যা। থানা পুলিশ সুষ্ঠু তদন্ত না করে তাকে গ্রেফতার করেছে।

আরও খবর

Back to top button