রেললাইন কেটে মানুষ হত্যার পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা রেললাইন কেটে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায়, পিটিয়ে পিটিয়ে পুলিশ-সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, এদের ক্ষমা নাই। এদের শাস্তি একদিন পেতেই হবে।

তিনি বলেন, গাজীপুরের শ্রীপুরে গ্যাসকাটার মেশিন দিয়ে প্রায় ২০ ফুট কাটার ফলে নেত্রকোনা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এর আগেও কয়েকবার এ ধরনের কাজ বিএনপির সন্ত্রাসীরা করেছে।

বুধবার গণভবনে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটু চিন্তা করে দেখুন, কী রকম ধ্বংসাত্মক কাজ! এর নাম আন্দোলন! মানুষকে হত্যা করে সরকার উৎখাত করবে?

আরও খবর

Back to top button