ভারতে সবচেয়ে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী ইন্দিরা : রাষ্ট্রপতি

শেখর বৈদ্য, কলকাতা : ভারতে প্রধানমন্ত্রী হিসেবে এখনো সবচেয়ে গ্রহণযোগ্য মুখ সেই ইন্দিরা গান্ধী।

কঠিন সিদ্ধান্ত গ্রহণে তিনি দ্বিধা করতেন না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তার জীবন ও কর্ম নিয়ে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন ইন্দিরা। তার মৃত্যুর এত বছর পরও ভারতের মানুষ তাকে সবচেয়ে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী মনে করেন।

ইন্দিরা গান্ধীর ওপর বইটি সম্পাদনা করেছেন কংগ্রেসের আনন্দ শর্মা। সূচনা লিখেছেন সোনিয়া গান্ধী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker