বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জোনস আর নেই
ডেস্ক নিউজ : বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ সুসান্নাহ মুশাত জোনস আর নেই।
তিনি বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন।
তার বয়স হয়েছিল ১১৬ বছর।
বেশি দিন বেঁচে থাকার বিষয়ে জোনস বলেছিলেন, বেশি পরিমাণে ঘুমানো, ধূমপান না করা এবং অ্যালকোহল গ্রহণ না করাই তার এত দিন বাঁচার রহস্য।
জোনসের মৃত্যুর পর এখন সবচেয়ে বেশি বয়সে জীবিত থাকার রেকর্ড ইতালির নারী এমা মোরানো মারতিনুজ্জির।
তার বয়সও ১১৬ বছর।