গাজীপুরে ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির ইফতার মাহফিল
সাইফুল ইসলাম : গাজীপুরে ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ২২ নং ওয়ার্ডের মেহেরুন্নেসা দারুস সুন্নাহ মাদ্রাসায় বৃহস্পতিবার এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনটির মহানগর শাখার সভাপতি ইসহাক হোসেন মাতাব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান তুষারের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সাবেক কাউন্সিলর ছবদের হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মাস্টার, রিপন সরকার, শাহীন মাসুদ, বাবুল মোল্লা, মাওলানা ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন আনু, জাহিদুল ইসলাম ও মোশারফ হোসেন।
সকলের কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মেহেরুন্নেসা দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম সিরাজী।