গাজীপুরে কলেজ ছাত্রের হাত কেটে উল্লাস!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে এক কলেজ ছাত্রের হাত কেটে উল্লাস করছে উঠতি সন্ত্রাসীরা।

ঘটনার ১০ দিন পরও সাত আসামিকে গ্রেফতার করতে পারেনি জয়দেবপুর থানা পুলিশ।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় মহানগরীর লাগালিয়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন টুটুল, অমিত, সোহাগ, মবিন, নাজমুল, সজীব, আকাশ ও মফিজুল।

এর মধ্যে ঘটনার দিন রাতে মবিনকে গ্রেফতার করে এক দিনের রিমাণ্ডে নেয় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, লাগালিয়া দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে সারোয়ার হোসেন (১৯) ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফুটবল খেলাকে কেন্দ্র করে আসামিদের সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়। গত ২৫ অক্টোবর বিকেলে তাকে মারধর করা হয়।

পরে গত ৩ নভেম্বর বিকেলে মবিনের মাধ্যমে সারোয়ারকে ডেকে বুলুর নামা নামক স্থানে নিয়ে সন্ত্রাসীরা প্রথমে পিঠে কোপ দেয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে সামুরাই দিয়ে কবজি থেকে ডান হাত কেটে নেওয়া হয়।

এরপর সারোয়ারকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়েও খুঁজে পাওয়া হাতটি আর জোড়া লাগানো যায়নি। পরদিন পঙ্গু হাসপাতাল থেকে গাজীপুর নিয়ে আসা হয়।

শহীদ তাজউদ্দীন মেডিকেলের বেডে শুয়ে সারোয়ার আলোকিত নিউজকে বলেন, আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি। আমার স্বপ্ন ছিল ডাক্তার বা পাইলট হওয়া। তারা আমার সব শেষ করে দিল।

তিনি বলেন, খেলায় আমাদের দেওয়া দুটি গোল তারা মানতে পারেনি। হাত কাটার পর আমার গলা কাটার কথাও বলছিল।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker