ঢাকায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় মুদি দোকানদার আবু সায়েদকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী মোহাম্মদপুর থানাকে এ নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গত ১৯ জুলাই গুলিতে মুদি দোকানদার আবু সায়েদ নিহত হন।

মামলাটির বাদী এস এম আমীর হামজা। নিহতের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়োয়া বামনহাট ইউনিয়নের নতুন বস্তি প্রধানহাট গ্রামে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষ ও সংঘাত হয়। এতে এ পর্যন্ত ৫৮০ জন নিহতের খবর পাওয়া গেছে।

আরও খবর

Back to top button