কালিয়াকৈরের কাঁচিঘাটা রেঞ্জে অভিযান, ৬ একর বনভূমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালিয়ে ছয় একর মূল্যবান বনভূমি উদ্ধার করা হয়েছে।
কাঁচিঘাটা রেঞ্জের কাঁচিঘাটা সদর ও খলিশাজানি বিটে সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিনের নেতৃত্বে বুধবার এ অভিযান চালানো হয়।
এ সময় কাঁচিঘাটা সদর বিটের ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় সাজেদুল আলম সোহাগ ও তার ভাই সোহেলের দখল থেকে প্রায় এক একর, খলিশাজানি বিটের রামচন্দ্রপুর এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিমের দখল থেকে পাঁচ একর এবং বর্মনপাড়ায় তজুমদ্দিনের দখল থেকে তিন শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে।
৫ আগস্ট পরবর্তী সময়ে অভিযুক্ত সোহাগ ও সোহেল সংরক্ষিত গজারি বনের ভেতরে বসতবাড়ি নির্মাণ করে ওই বনভূমি দখল করেছিলেন। আর প্রভাবশালী চেয়ারম্যান আবদুল হাকিম ওই বনভূমি দখল করে বাগানবাড়ি গড়ে তুলেছিলেন।
কাঁচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ঘটনার আড়ালে-কে জানান, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের দিকনির্দেশনায় অভিযান চালানো হয়েছে। বনভূমি রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।