বিশ্বের সবচেয়ে বড় ছাতা চীনে
ডেস্ক নিউজ : বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরির সাফল্য দেখিয়েছে চীন।
এ ছাতা তৈরি করে জিয়াংঝি প্রদেশের ছাতা প্রস্তুতকারী কোম্পানি গিনেস বুকে রেকর্ড গড়েছে।
এ ছাতার উচ্চতা ১৪.৪ মিটার বা ৪৭ ফুট। ওজন ৫.৭ টন।
৪১৮ বর্গমিটার জায়গা নিয়ে ছাতাটি বসানো হয়েছে।
এর আগে ২০১০ সালে ভারতের ম্যাক্স লাইফ ইনস্যুরেন্সের তৈরি ছাতা বিশ্বের সবচেয়ে বড় ছাতা ছিল।
এর উচ্চতা ৩৬ ফুট।