কাপাসিয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপাসিয়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, কাপাসিয়া থানার ওসি আবদুল বারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সেফাউল হক, বিএনপি নেতা আবদুল করিম বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, সাংবাদিক মহসীন খান বকুল, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষক নজরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মুফতি খালিদ সাইফুল্লাহ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আরিফ সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার, বিএনপি নেতা অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, কামড়ামাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লা, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ প্রমুখ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker