বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে ইতালিতে শোভাযাত্রা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : তুষারপাত আর কনকনে শীত উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ নেন মিলান লোম্বারদিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় ১০ ডিসেম্বর বাংলাদেশ কনসুলেট জেনারেলের আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা হয়।

এতে কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল রেজিনা আহমেদের নেতৃত্বে শোভাযাত্রায় মিলান আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন রেজিনা আহমেদ। পরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বলেন, এই ভাষণটির আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দেশ গড়ার কাজে স্পৃহা জোগাবে।

ইতালিয়ান সিনদাকোর নেতা দিয়ানা দি মারকে শোভাযাত্রায় অংশ নিয়ে ৭ মার্চের ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যা দেন।

বর্তমানে ইউনেসকোর মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্ট্রারে সব মহাদেশ থেকে ৪২৭টি প্রামাণ্য দলিল ও সংগ্রহ তালিকাভুক্ত রয়েছে।

শোভাযাত্রায় সহযোগিতা করেন লোম্বারদিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, রাজনীতিক আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক হানিফ শিপন, জামিল আহমেদ, তুহিন মাহমুদ, প্রচার সম্পাদক জাকির হোসেন মামুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু প্রমুখ।

শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আবদুল গাফফার, কাজী নেছার উদ্দিন, গালারাত আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সুলতান শরীফ প্রমুখ।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker