ভিয়েতনামে ভারতের মিসাইল বিক্রির সিদ্ধান্তে চীনের কাঁপুনি!

শেখর বৈদ্য, কলকাতা : ভারতের মিসাইল যাচ্ছে ভিয়েতনামের দিকে। কিন্তু কাঁপুনি ধরছে চীনের।

ভারত ভিয়েতনামকে ‘আকাশ সারফেস-টু-এয়ার’ মিসাইল বিক্রি করতে চলেছে। এটা জানার পর থেকেই ঘুম উড়ছে কমিউনিস্ট চীনের।

চীন পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর তালিকায় একেবারে ওপরের দিকে থাকা দেশ। তাহলে ভারতের এই সিদ্ধান্তে হঠাৎ এতটা চাপে কেন চীন?

কূটনীতিক মহলের মতে, জাপান বা ভিয়েতনামের মত চীনের পড়শি দেশগুলোর সাথে ভারতের নিবিড় বন্ধুত্বই ভাবাচ্ছে মাও সে তুংয়ের দেশকে।

প্রতিরক্ষা ক্ষেত্রে জাপান ও ভিয়েতনামের সাথে দিল্লির বিভিন্ন চুক্তি ও সমঝোতা ভালভাবে নিচ্ছে না বেইজিং।

আর তাই ভিয়েতনামে ভারতের মিসাইল বিক্রি করার সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলছে বিশ্বের জনবহুল দেশটির।

এদিকে মিসাইল বিক্রির পাশাপাশি ভিয়েতনামের ফাইটার পাইলটদের ভারতীয় বায়ুসেনা নিজেদের দায়িত্বে সুখোই-৩০ এমকেআই ফাইটার জেটে প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker