গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
হোতাপাড়া এলাকার ভাওয়াল পাঠাগারে গত রবিবার সন্ধ্যায় বিশেষ সাধারণ সভায় ৪০ সদস্যের কমিটি গঠন করা হয়।
এতে সদর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আজহার মন্ডল।
সভায় সর্বসম্মতিক্রমে শেখ মো. নুরুল ইসলাম সভাপতি ও মো. আলাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. শিমুল, সহ-সভাপতি হিরন মিয়া, আবু তাহের, রমিজ উদ্দিন, আবদুল খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, মো. খোরশেদ, শাহ আলী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মো. আলাল, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. আলমগীর, দপ্তর সম্পাদক সাদেক হোসেন, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. মুনসুর, মহিলা বিষয়ক সম্পাদক রুকসানা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রহিম বাদশা, প্রকাশনা সম্পাদক শহিদ সরকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।