গাজীপুরে গাছ কেটে বন গিলছে গ্রীন কোল্ড স্টোরেজ!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে গজারি গাছ কেটে ও আগুন দিয়ে পুড়িয়ে বন উজাড় করছে গ্রীন গোল্ড কোল্ড স্টোরেজ।

জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়া পাড়ার মর্দপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলছে এ অপতৎপরতা।

ঘটনাটি বিট কর্মকর্তাকে একাধিকবার জানালেও তিনি কারখানার মালিককে নোটিশ দিয়েই দায়িত্ব সারেন।

সরেজমিনে দেখা যায়, ডগরী রোডের দক্ষিণ পাশে গ্রীন গোল্ড কোল্ড স্টোরেজ অবস্থিত। কারখানার মালিক খন্দকার শাহজাহান। তিন দিক দিয়ে সংরক্ষিত বনভূমি।

কারখানার সামনের দিক দিয়ে প্রায় আধা বিঘা বনভূমি দখল করে ভারী যানবাহন চলাচলের রাস্তা করা হয়েছে। এরই মধ্যে গাছ কেটে সম্প্রসারণ করা হয় প্রস্থ।

রাস্তাটি আধা পাকা করতে বালু এনে স্তূপ করে রাখা হয়েছে। পূর্ব পাশে ক্রমান্বয়ে মরে যাচ্ছে গাছ। পশ্চিম পাশের ড্রেনও বন দিয়ে করা হয়েছে।

গাছ কেটে বন উজাড়

কারখানার দক্ষিণ অংশে গুলিস্তা বোর্ডমিল। মিল ঘেঁষে পূর্ব পাশে গাছ কাটা হচ্ছে। সম্প্রতি ২০টি গাছের মোথা লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা জানান, কারখানার লোকজন গাছ কেটে আগুন দিয়ে মোথা পুড়িয়ে দিচ্ছেন। দখলের উদ্দেশে এসব করা হচ্ছে।

বন উজাড়ের আগের চিত্র

এদিকে মিলের পলিথিন বর্জ্য আগে অন্তত দেড় বিঘা বনজুড়ে ফেলা হত। বিট কর্মকর্তাকে জানানোর পর তিনি চাপ দিলে তা বন্ধ হয়।

এ ব্যাপারে কারখানার ম্যানেজার সৈয়দ রেজাউল করিম বাবুর সাথে যোগাযোগ করলে তিনি নিউজ না করার অনুরোধ করেন।

জানতে চাইলে বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম আলোকিত নিউজকে বলেন, কারখানার মালিককে নোটিশ দিয়েছি। কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker