ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন : বললেন জেলেনস্কি

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে আর জোর দিচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি একজন দোভাষীর মাধ্যমে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জেলেনস্কি বলেছেন, তিনি অনেক আগেই এ ব্যাপারে শান্ত হয়েছেন। যখন তারা বুঝতে পেরেছেন, ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়।

জেলেনস্কি বলেন, ন্যাটো বিতর্কিত বিষয়গুলোকে ভয় পায়। রাশিয়ার সাথে সংঘাতের ব্যাপারেও শঙ্কিত।

রাশিয়া বলে আসছে, প্রতিবেশী ইউক্রেন ন্যাটোতে যোগ দিক, এটা তারা কোনভাবেই চায় না। পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ একটি নিরাপত্তাজনিত হুমকি।

যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত হিসেবে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে জেলেনস্কি বলেন, একটা আপস করার জন্য তিনি খোলামনে আছেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker