ভারতে জয়ললিতার মৃত্যুশোকে ৭৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : ভারতের তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার শোক সইতে না পেরে বিভিন্ন স্থানে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

জয়ললিতার দল এআইডিএমকে থেকে এ দাবি করা হয়।

জয়ললিতার ভক্ত-সমর্থকদের মধ্যে ৩০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও ভারতের সেন্ট্রাল ইনটেলিজেন্স জানায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছে দলটি।

একই সাথে ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিবারকে তিন লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আর যারা আহত হয়েছেন, তাদেরকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

তামিলনাড়ুবাসীর কাছে ‘আম্মা’ হিসেবে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতা অসুস্থ হয়ে ৭৪ দিন হাসপাতালে থাকার পর গত সোমবার রাতে মৃত্যুবরণ করেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker