শ্রীপুরে সাংবাদিক মোজাহিদকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক নয়াদিগন্তের ডিজিটাল রিপোর্টার মো. মোজাহিদকে জবাই করে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার শ্রীপুর থানার সামনের সড়কে গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ (নয়াদিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), ফয়সাল খান (দেশ রূপান্তর), আবদুল লতিফ (আমাদের সময়), মোতাহার খান (জিটিভি), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক মোজাহিদকে জবাই করে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা গোলজার মন্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান ও তোফায়েলসহ একদল নেতা-কর্মী পৌর শহরে মিছিল করেন।

এ সময় তারা ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর’ এবং ‘মোজাহিদের চামড়া, তুলে নিব আমরা’ স্লোগান দেন।

পরে এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker