শেখ হাসিনা এখনো দিল্লিতে, ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক : ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা এখন ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন।
তিনি যুক্তরাজ্য সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তবে এখনো সাড়া মেলেনি।
এই অবস্থায় আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সরকার তার ভিসা বাতিল করেছে।
এ নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। ইন্ডিয়া টিভিতেও খবর প্রচারিত হয়েছে।
ডেভিড বার্গম্যান লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন।