কাপাসিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা রোমান মোল্লা গ্রেফতার
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের আতর আলী পাগলার বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্ৰেফতার করা হয়।
অভিযুক্ত রোমান মোল্লা (৩৭) ওই গ্ৰামের মৃত আবদুল মান্নান মোল্লার ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিসহ ৬১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রোমান মোল্লাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
মামলায় বলা হয়, আসামিরা সাবেক সংসদ সদস্য রিমির নির্দেশে গত ৪ আগস্ট সকালে ফকির মজনু শাহ সেতু এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা চালিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে কয়েকজন গুরুতর আহত হন।