বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কী এনডিএতে ফিরছেন?

শেখর বৈদ্য, কলকাতা : পাটনা বইমেলার উদ্বোধনে গিয়ে একটি পদ্মফুলে রঙ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এর মাধ্যমে কী ক্ষমতাসীন এনডিএতে ফিরে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

শনিবার সন্ধ্যায় বইমেলার উদ্বোধনে গিয়ে ক্যানভাসে আঁকা ওই পদ্মে রঙ করেন নীতীশ।

বিহারকে উন্নয়নের পথে নিয়ে যেতে তিনি যে সাতটি পরিকল্পনা নিয়েছেন, তা ওই ক্যানভাসে ফুটিয়ে তুলতে ১৩টি রাজ্য থেকে আসেন ২৭ জন প্রথিতযশা শিল্পী।

তাদেরই একজন রঙে চুবিয়ে মুখ্যমন্ত্রীর হাতে তুলি তুলে দেন। তাতেই নীতীশ রঙ করেন ওই পদ্মে।

এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও পরে ঘোষিত শত্রু লালুপ্রসাদ যাদবের সাথে হাত মিলিয়েই নীতীশ বিহারে বিজেপিকে আটকান।

কিন্তু আরজেডির সাথে তার সম্পর্ক খারাপ থেকে খারাপতর হচ্ছে বলে শোনা যাচ্ছে।

এই পরিস্থিতিতে নোট বদলকে সমর্থন করে কেন্দ্রে এনডিএকে বার্তা দিয়েছেন নীতীশ।

জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিহারে মদ নিষিদ্ধ করার জন্য নীতীশের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker