গাছা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষামূলক কর্মসূচি
হালিম মিয়া : গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি, প্রবন্ধ রচনা এবং বিতর্ক প্রতিযোগিতায় ৮০টি স্কুল ও কলেজের ১৫৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী রাশেদ।
সাংবাদিক আরিফ মৃধা ও টিটু কান্তি করের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, ফারুক খান, মনির খান, আবুল হাসেম ও গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে মাঠ কমে যাওয়ায় শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। যদি খেলাধুলায় তাদের আগ্রহ বাড়ানো যায়, তাহলে আসক্তি অনেক কমে যাবে। এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে।