গাজীপুর ডায়াবেটিক সমিতির বনভোজন ও আনন্দ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার পিরুজালী এলাকার শালদহ ইকো রিসোর্টে সোমবার এ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দিনব্যাপী ইভেন্টের মধ্যে ছিল সমিতির সদস্যদের পরিবারের ছেলে-মেয়েদের বিভিন্ন ক্যাটাগরিতে খেলাধুলা, বড়দের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফাকরুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান শামীম, শাহানুর আলম, জাকির হোসেন তারেক, জাকির হোসেন চৌধুরী দীপু প্রমুখ।