গাজীপুরের ন্যাশনাল পার্ককে ‘পলিথিন মুক্ত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার রবিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর দিকনির্দেশনায় ভাওয়াল জাতীয় উদ্যানকে পলিথিন মুক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রজাতির মূল্যবান বনজ সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

জাতীয় উদ্যানকে পলিথিন মুক্ত ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, ওয়ার্ড কাউন্সিলর ছবদের হাসান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন, গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মতিন প্রমুখ।

আরও খবর

Back to top button